মাদক বিরোধী অভিযান
মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ সদর ও সিংগাইরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কাফাটিয়া এলাকার শমসের আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে নবাব (৩১), একই এলাকার আলতাফ হোসেনের ছেলে মোঃ আলী হোসেন (৩০) এবং সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকার হায়দার আলীর ছেলে মোঃ পারভেজ আলী ওরফে কাজী পারভেজ (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মিজানুর রহমান ও আলী হোসেনকে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই দিন ডিবি পুলিশের আরেকটি টিম সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকায় অভিযান চালিয়ে মোঃ পারভেজ আলী নামে এক ব্যক্তিকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এছাড়া, গত ২৯ জুন শনিবার সদর উপজেলার পশ্চিম চরমত্ত কবরস্থানের সামনে হতে মোঃ গিয়াস উদ্দিন (৪০) নামের এক মাদক কারবারিকে ২২ গ্রাম হেরোইনসহ এবং বেউথা এলাকা হতে সজিব (২৩) নামে আরেকজনকে ১২ গ্রাম হেরোইনসহ আটক করেন ডিবি পুলিশের আভিযানিক দল।
আটককৃতদের বিরুদ্ধে সদর ও সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।