মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় গরু চুরির ঘটনায় দুই এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সাটুরিয়া থানার এসআই আল আমিন ও জালাল উদ্দিন এবং কনস্টেবল দোলন ও হালিম।
সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার, তিল্লী ইউনিয়নের, পাড়তিল্লী এলাকার খামারী নিফাজ উদ্দিনের খামার থেকে চারটি গরু, ও একই রাতে রহিম উদ্দিনের বাড়ি থেকে তিনটিসহ মোট সাতটি গরু চুরি হয়।
এছাড়া এ ঘটনার দুই দিন পর ২৮ জুন রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের কৃষক আলতাফ হোসেনের খামার থেকেও দুটি গরু চুরি হয়।
পরে ২৮ জুন বিকেলে পাড়তিল্লী এলাকার, খামারী নিফাজ উদ্দিন বাদী হয়ে, অজ্ঞাতনামা আসামী করে সাটুরিয়া থানায় একটি চুরির মামলা করেন।
গরু চুরির ঘটনার রাতে সাটুরিয়া থানার এসআই আল-আমিন, এবং কনস্টেবল দোলন ও হালিম, তিল্লী ইউনিয়ন এলাকার দায়িত্বে ছিলেন।
এছাড়া তিল্লী ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ছিলেন এসআই জালাল উদ্দিন।
তাদের দায়িত্বে থাকা অবস্থায় গরু চুরির ঘটনা এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে মানিকগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং চুরি যাওয়া গরু উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। দায়িত্ব পালনে অবহেলায় গত শনিবার রাতে দুই এসআই ও দুই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।