রুয়ান্ডা পরিকল্পনা 'মৃত', ঘোষণা স্টারমারের
সাজন মিয়া;যুক্তরাজ্য প্রতিনিধি: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার শনিবার রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করার কথা ঘোষণা করেছেন। লন্ডনের ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। রক্ষণশীল টোরি সরকার বিতর্কিত এই পরিকল্পনা নিয়েছিল।
স্টারমার জানান, নির্বাচনে জেতার পর তার প্রথম এবং প্রধান নীতি হলো হাজার হাজার আশ্রয়প্রার্থীকে ব্রিটেন থেকে রুয়ান্ডায় নির্বাসনের পরিকল্পনা বাতিল করা৷ এই পরিকল্পনার মাধ্যমে ছোট নৌকায় আশ্রয়প্রার্থীদের আসা বন্ধ করতে চেয়েছিল সুনাক সরকার। যদিও আইনি বাধায় কাউকে রুয়ান্ডায় পাঠানো হয়নি।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে স্টারমার জানান, রুয়ান্ডা নীতি বাতিল করা হবে৷
তার কথায়, ‘‘রুয়ান্ডা-নীতি অভিবাসনপ্রত্যাশীদের আটকানোর কোনো কার্যকর পদক্ষেপ ছিল না।
যে পরিকল্পনা কোনো কাজে আসবে না, সেটা আমি চালু রাখব না।''
স্টারমার জানান, যে অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকায় করে আসেন, তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র এক শতাংশ।’’তিনি বলেন, ‘‘রুয়ান্ডা পরিকল্পনা চালু হওয়ার আগেই তা নাকচ হয়েছে। ওটা মৃত এক পরিকল্পনা। আমি এমন কোনো ছলনা করতে রাজি নই৷ ওই পরিকল্পনা কোনো প্রতিবন্ধক হিসাবে কাজ করে না।’’
ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি৷ কঠোর সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজনে কর বাড়াতে তিনি ইচ্ছুক কিনা জানতে চাইলে, স্টারমার বলেন, তার সরকার সব সমস্যা চিহ্নিত করবে৷ তার কথায়, "আমাদের দ্রুত কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সম্পূর্ণ সততার সঙ্গে সেই সিদ্ধান্ত নেব৷"
স্টারমার বলেন, স্বাস্থ্য পরিষেবা এবং অর্থনৈতিক বৃদ্ধির মতো বিষয়গুলো সবার আগে গুরুত্ব দেয়া হবে।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্পে ব্রিটিশ সরকার এরই মধ্যে ৩২ কোটি পাউন্ড বা প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি খরচ করে ফেলেছে৷
স্টারমার বলেছেন, তার সরকার বর্ডার সিকিউরিটি কমান্ড তৈরি করবে যা পুলিশ, দেশের গোয়েন্দা সংস্থা এবং বিচারবিভাগীয় কর্মীদের একত্রিত করবে৷ এর ফলে মানবপাচার রুখতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করা সম্ভব হবে।
অন্যান্য এনজিও এবং দাতব্য সংস্থার মতো ‘ফ্রিডম ফ্রম টর্চার’ নামের একটি সংস্থা রুয়ান্ডা পরিকল্পনা বন্ধ করার জন্য প্রচারণা চালিয়েছিলো৷ শনিবার স্টারমারের ঘোষণাকে স্বাগত জানান ‘ফ্রিডম ফ্রম টর্চারের’ সিইও সোনিয়া স্কেটস।
তার কথায়, ‘‘আমরা স্টারমারকে সাধুবাদ জানাই৷ এই লজ্জাজনক পরিকল্পনা বাতিল করেছেন তিনি৷’’ নিপীড়নের পরিস্থিতি থেকে পালিয়ে আসা মানুষের জীবন নিয়ে এতদিন লজ্জাজনক রাজনীতি করা হচ্ছিলো বলেও মন্তব্য করেন তিনি৷