স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে - সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশের পরিবর্তনশীল রাজনৈতিক রিস্থিতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।
মঙ্গলবার দুপুরে মির্জাপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
দিবসটি উপলক্ষে বেলা ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াজেদ মৃধার সঞ্চালনায় এতে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি শওকত আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।