দাবি না মানলে কঠিন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আহমাদুল রহমান মারুফ
জেলা প্রতিনিধি ,গাজীপুর
আজ সকাল ১০ টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,টঙ্গী সরকারি কলেজ ,আজিমুদ্দিন কলেজ সহ আরও অনেক কলেজের শিক্ষার্থীরা স্বারকলিপি প্রদান করেন এবং ৯ দফা দাবি পেশ করেন ভিসির কাছে।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক জানাই আমরা লক্ষ্য করেছি বিগত বছরে যে রেজাল্ট হয়েছে অনেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টার মধ্য বের হয়ে যায়। আমরা পরীক্ষা ৪ ঘন্টা দেওয়ার পরও রেজাল্ট খারাপ আসে। অথচ যে ১ ঘন্টা আগে বের হয় তার রেজাল্ট ফাস্টক্লাস। ফারুক আরো বলেন
আমরা ভর্তি হয়ে ২য় বর্ষে উঠতে সময় চলে যায় ২ বছর। আমাদের ফরমপূরন সহ অনেক ফ্রী অতিরিক্ত নেওয়া হচ্ছে ,শিক্ষার মান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেই বল্লেই চলে।
অনেক বিভাগে শিক্ষক সংকট ক্লাসরুম নেই সার্ভার সমস্যা সহ অনেক সমস্যায় রয়েছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে।
এই দাবি শুধু ,আমাদের ভাওয়াল কলেজের নয়। আমাদের মতো অনেক কলেজের দাবি আমরা চাই দেশ এবং দেশের বাহিরে যেনো আমরা উচু গলায় বলতে পারি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ওবায়দুর,বশির আহমেদ ,অপু,
মেহেদী ,নাবিল ইরিন জাহান সাথি তারা আরো জানায় সকলে আবগত আছেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।মাধ্যম অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সেই কর্যক্রম ধারাবাহিকতা রেখে আজ ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিভিন্ন কলেজের শিক্ষার্থী নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের ভিতরে মানববন্ধন করা হয় ও সরাসরি "ভিসি" স্যার বরাবর ৯ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলোঃ- (১)সেশন জট সংক্রান্ত (২) ভুঁতুড়ে রেজাল্ট (৩) সার্ভার ডাউন (৪) ইনকোর্স সিস্টেম পরিবর্তন (৫) যোগাযোগ সিস্টেম আপগ্রেড (৬) অতিরিক্ত ফি প্রদান সম্পর্কে (৭) শিক্ষার মানন্নায়ন (৮) ডকুমেন্টস সংশোধন সমস্যা (৯) সমাবর্তন এর আয়োজন করা ( বিস্তারিত সংযুক্ত করা আছে ফটোতে।) " ভিসি" স্যার সকল দাবি সম্পর্কে খুব স্পষ্ট ও সুন্দর ভাবে বক্তব্য রাখেন অতি দ্রুত সকল দাবি গুলো পূরণ করা হবে পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়কে নতুন ভাবে রুপান্তর করার প্রতিশ্রুতি দেন।
ওবাইদুর বলে আমরা জানি বেকার তৈরির কারখানা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সকল সমস্যা সমাধান হলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল কলেজের শিক্ষার্থী শিক্ষার মানউন্নয়ন হবে।
ভাওয়াল কলেজর শিক্ষার্থী নাবিল সাথি বলে আমরা আন্দোলন কিংবা ভাংচুর চায়না আমরা চাই সঠিক সমাধান। আমাদের দাবিগুলো যুক্তি সম্মত তারপর ও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে শিক্ষার্থীরা বসে থাকবে না।