ময়লা ও কেমিক্যাল পানিতে নষ্ট হচ্ছে ধলেশ্বরী নদী
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার ধলেশ্বরী নদীর নাম, আমরা বই পুস্তকে পড়েছি, সেই নদীতে বড়ো বড়ো নৌকা ও জাহাজ চলেছে তাও শুনেছি
,কিন্তু বর্তমানে ধলেশ্বরী নদী আগের মত নেই, নদী শুকিয়ে হয়েছে জমি সেখানে কৃষক ফসল উৎপাদন করে
দেশের অর্থ নিতে এক বিরাট ভূমিকা পালন করছে,
নদী শুকিয়ে যাওয়ার জন্য নদী খালে তৈরি হয়েছে, ২০২০ সালে নদী খন প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদী খন করা হয়
,নদীতে পানি প্রবাহিত হয়, কিন্তু আকিজ গ্রুপের ময়লা ও কেমিক্যালের পানিতে নষ্ট হয়েছে সেই নদীর পানি,
কৃষক পানি দিয়ে কৃষি কাজ করতে পারছেনা, জেলে পাচ্ছে না মাছ, এলাকা বাসি নদীর পানি দিয়ে কোন কাজ করতে পারেনা,জমির পলি মাটি নষ্ট হচ্ছে,
সরজমিনে গিয়ে দেখা যায় আকিজ গ্রুপের ময়লা ও কেমিক্যাল পানি নদীতে গিয়ে পড়ার পর থেকে এই সমস্যা হচ্ছে,
নদী সংরক্ষণের দাবি এলাকা বাসিন্দাদের।