আওয়ামী লীগের থেকে অনেক শান্তিতে আছি -বিএনপি।
মারুফ আহমেদ ,,গাজীপুর প্রতিনিধি।
ঢাকা মহানগর উত্তর বিএনপি ৬ বিশিষ্ট কমিটি এবং আমিনুল ইসলাম আহবায়ক মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানান গুলশান ১৯ নং ওয়ার্ড ও ১নং ইউনিটের সম্মলিতভাবে বিএনপির নেতাকর্মীরা এবং আনন্দ মিছিল করেন।
এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড ও ১নং ইউনিটের সহ সভাপতি মো লিটন
১৯ নং ওয়ার্ড ও ১নং ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ১৯ নং ওয়ার্ড ও ১নং ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহেদ আলী নেতৃত্বে আনন্দ মিছিলের আয়োজন করেন।
১৯ নং ওয়ার্ড ও ১নং ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহেদ আলী বলেন আমি ১৭ বছরের নির্যাতিত নেতা। আমাকে হামলা, মামলা করেছে তবুও পিছু হটিনি। আমি আমিনুল ভাইয়ের পাশে ছিলাম ,আছি,থাকবো।
আনন্দ মিছিলে বিএনপির নেতাকর্মীরা বলেন আমরা গত ১৭ বছরে শান্তিতে ঘুমাতে পারিনি। আমরা রাতের আধারে ভয়ে ছিলাম পুলিশের আতংকে। আমাদের কে বাজার কিংবা বাসায় থাকলেও আমাদের নামে গায়েবি মামলা হয়েছে। রাস্তা ঘাটে আওয়ামীলীগের দালালরা ছাত্র লীগরা আমাদের কে নানান ভাবে অত্যাচার করেছে। আমরা যারা ছাত্রদল করি আমরা কলেজে প্রবেশ করতে পারি নি,পরীক্ষা দিতে পারিনি। আমাদেরকে সবার সামনে কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়রানি করেছে ছাত্রলীগেরা।
আমরা চাই আওয়ামী লীগ নামে কোনো সংগঠন না থাকুক।
ঢাকা উত্তর মহানগর বিএনপির আহবায়ক মো আমিনুল ভাইকে গুলশান ১নং ইউনিট এবং ১৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।