মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার ১২৮ তম জন্মজয়ন্তী পালন
মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রনদা প্রসাদ সাহার (আর পি সাহা) ১২৮ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে তার নিজ বাড়ি ও ভারতেশ্বরী হোমসের ভিতরে উক্ত অনুষ্ঠান উদযাপন করা হয়।
তিনি ১৮৯৬ সালে টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেবেন্দ্র পোদ্দার এবং মায়ের নাম কুমুদিনী দেবী ছিলেন।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট অব বেঙ্গল এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার কন্যা রাহী সাহা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম. মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও উপাধ্যক্ষ তাহমিনা জাহান (শিলা), মির্জাপুর পৌর বিএনপি'র সভাপতি সাবেক ভিপি বি আর ডিবির সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী মিয়া সহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে তার নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর, তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্সে, নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ও নারায়নগঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দানবীর রণদা প্রসাদ সাহা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ০৭ মে তার একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহাসহ তাকে পাকিস্তানি বাহিনী অপহরণ করে নিয়ে যায়। তাদের কোনো খুজ মেলেনি।