নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ রনি আহমেদ রাজু: খাল কাটা হলে সারা দূর হবে বন্যা-খরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নড়াইল সদর উপজেলার ১ নং মাইজপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ৭ ডিসেম্বর বিকাল ৩ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মাইজপাড়া কৃষক সমাবেশ -২০২৪ ইউনিয়ন শাখার আয়োজনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে নড়াইল মাইজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস. এম স্বপন (বাবলু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সহ সভাপতি এম জাকারিয়া মাহমুদ। উদ্বোধক ছিলেন, নড়াইল জেলা কৃষকদল আহবায়ক মোঃ নবীর হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ এনামুল কবীর চন্দন, নড়াইল সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম বেগ, নড়াইল সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ নিয়াজ আহম্মদ। এছাড়াও কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন, ১ নং মাইজপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মাস্টার নাদের হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মাইজপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার তৌকির আহমেদ পিটু, সাবেক সাধারণ সম্পাদক মাইজপাড়া বিএনপি মোঃ আব্দুস সোবহান, মাইজপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব বিশ্বাস, সাবেক জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দগণ। প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ বলেন, অচিরেই সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য মাননীয় অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস সরকার এর কাছে বিনীত অনুরোধ করেন এবং বিএনপির দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের একত্রে থেকে দলের জন্য কাজ করার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাইজপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ জন কৃষককে শ্রেষ্ঠ কৃষক হিসেবে সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দগণ।