নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) যাতায়াতে সরকারি বাধা-নিষেধ প্রত্যাহার চান জাবি শিক্ষার্থীরা
আহমাদুল রহমান ,গাজীপুর প্রতিনিধি
নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) যাতায়াত ও অবস্থানের উপর সব ধরণের সরকারি বাধা-নিষেধ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘স্টুডেন্টস ফর সভারেন্টি জাবি’ আজ ৩’রা ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেল ৪টা ১৫ মিনিটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি পরিবেশ উপদেষ্টার নির্দেশে নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) যাতায়াত ও অবস্থানের উপর সরকার বেশ কিছু বাধা-নিষেধ আরোপ করেছে। সরকারি এই বাধা-নিষেধগুলো নারিকেল জিঞ্জরা ঘিরে ৪ ধরণের সমস্যা ও ঝুঁকি তৈরি করবে- এক, সার্বভৌমত্বগত ঝুঁকি, দুই, অর্থনৈতিক ঝুঁকি, তিন. পরিবেশগত ঝুঁকি, চার. দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকার লঙ্ঘনগত ঝুঁকি।