মানিকগঞ্জে কমে গেছে সবজির দাম
মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে কমে গেছে সবজির বাজার। মাত্র ৮ বিক্রি হচ্ছে ফুলকপি, ১০ টাকায় বাঁধাকপি, ২ টাকা আটি মুলা, ২ টাকা আটি ধনে পাতা। তাও মিলছে না ক্রেতা। এতে ভোক্তারা খুশি হলেও বিপাকে কৃষক। সবজির বাজার এত কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা তাদের।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
ফুলকপি, বাঁধাকপি, মুলার পাশাপাশি বেগুন, শিমসহ কয়েকটি সবজির দাম অনেক কমে গেছে। ১০-১২ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে এসব সবজি।
চাষিদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন বেশ ভাল হয়েছে। এদিকে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় সবজির বাজারে ধস নেমেছে। চারা রোপন, জমি চাষ, পরিচর্যা বাবদ যে টাকা খরচ হয়েছে সে টাকা তুলতেই হিমশিম খেতে হবে কৃষকদের। তাছাড়া সার-কীটনাশকের মূল্যবৃদ্ধিসহ শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। জমি থেকে সবজি তুলে বাজার পর্যন্ত নিয়ে যেতে যে পরিবহন ব্যয় হয় অনেক সময় সবজি বিক্রি করে সে টাকাও উঠছে না। এভাবে বাজার কমতে থাকলে আগামীতে সবজি চাষে আগ্রহ হারিয়ে ফেলবে কৃষক।
বাজারে সবজির ন্যূনতম মূল্য নির্ধারণ করে দিলে ভোক্তা এবং উৎপাদক উভয়ই উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।