নোয়াখালীতে সরকারি পশু হাসপাতালের পাশের রাস্তা প্রসস্থের দাবি
রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী জেলার মাইজদী শহরের প্রধান সড়কে হোয়াইট হলের পূর্ব পাশে নোয়াখালী পৌরসভার নেছার আহমেদ সড়কে জনসাধারণের চলাচলের রাস্তা প্রসস্থের দাবি উঠেছে। সরকারি পশু হাসপাতাল ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের দক্ষিণ পাশের অব্যাবহৃত জমি থেকে জনসাধারণের চলাচলের জন্য ৬ ফুট চওড়া রাস্তার প্রসস্থের বরাদ্দের দাবি জানিয়ে কতৃপক্ষ বরাবর লিখিত ভাবে একটি আবেদন জানিয়েছেন ভুক্তভোগী
স্থানীয় এলাকাবাসী। সুত্রে জানা যায়, জেলা সরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রের দক্ষিণ পাশে
পৌরসভার নেছার আহমেদ সড়ক ঘেঁষা সীমানা দেওয়ালটি পুরাতন ও ধ্বংসের পথে। চলাচলের রাস্তায় ১২ ফুট জায়গা অনুমোদিত রাস্তা থাকার নিয়ম থাকলেও বর্তমানে ৬ ফুট রাস্তা রয়েছে। জনসাধারণের চলাচলের পথ রুদ্ধ হওয়ার কারনে সাধারণত রিক্সা ছাড়া যেকোনো যানবাহনের মধ্যে প্রাইভেট গাড়ি, জরুরী প্রয়োজনে এম্বুলেন্স এছাড়াও দুর্ঘটনাজনিত কারনে ফায়ার সার্ভিসের কোন গাড়ি চলাচল করতে পারবে না। রাস্তা সুরু হওয়ায় হোয়াইট হলের পূর্ব পাশে নোয়াখালী পৌরসভার নেছার আহমেদ সড়কে জনসাধারণের চলাচলের ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। জনসাধারণের দাবী সরকারি পশু হাস্পাতাল/জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের দক্ষিণ পাশের অব্যাবহৃত সরকারি জমি থেকে জনসাধারণের চলাচলের স্বার্থে রাস্তা চওড়া করতে আরও ৬ ফুট বরাদ্দ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে ভুক্তভোগীরা মনে করেন।
জানা যায়, গত ২৪ নভেম্বর ২০২৪ইং তারিখে উপপরিচালক- জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ও নোয়াখালী পৌরসভায় নিকট লিখিত ভাবে দরখাস্ত দেওয়া হয়েছে। জনসাধারণের কল্যানে উক্ত রাস্তারটি ব্যাপারে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আলা উদ্দিন সাংবাদিকদের বলেন, এলাকার বাসিন্দাদের পক্ষে লিখিত ভাবে একটি আবেদন জানানো হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে অবহিত করা হবে। পরবর্তীতে যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।