মাগুরায় কড়া পুলিশ পাহারার মধ্যে বিএনপির বিক্ষোভ!ো
মোঃরনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাগুরায় কড়া পুলিশ পাহারার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির দলীয় অফিস চত্তর পুলিশ ঘেরাও করলে নেতাকর্মীরা অফিসের ভিতরই বিক্ষোভ করে স্লোগান দেয় তারা।এসময় জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রিয় নেতা জয়নুল আবেদীন ফারুক,বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ্যাড শ্রী নিতাই রায় চৌধরী, মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা গরীবের বন্ধু বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন খাঁন, বিএনপির সিনিয়র জেলা সদস্য সচীব আকতারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন,জেলা বিএনপির কনিষ্ট যুগ্ন আহ্বায়ক এ্যাড পিযুজ রায় চৌধরী, সদর থানা বিএনপির আহবায়ক এ্যড সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, যুবদল সভাপতি আশিকুর রহমান কল্লোল, গোলাম জাহিদ ,জেলা উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।বিএনপি’র সমাবেশ শেষ হতে না হতেই হঠাৎ করে পুলিশ বিএনপি নেতা কর্মীর উপর লাঠিচার্জ শুরু করে তাৎক্ষণিক পুলিশ এবং বিএনপি’র মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে তারই মধ্যে আমাদের সাংবাদিক ভাইয়েরা কয়েকজন গুরুতর আহত হয়।অতর্কিতভাবে হামলা করায় পুলিশের প্রতি তীব্র নিন্দা জানাই।