জয়পুরহাটের পাঁচবিবিতে ভাবীর হাতে দেবর খুন গ্রেফতার ভাবী
আঃ রাজ্জাক জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আপন ভাবী গলা টিপে খুন করল ৪ বছরের শিশু লাবিব হোসেনকে।নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে (১০মে) মঙ্গলবার সকালে মোহাম্মদেপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা গ্রামে।
গ্রামবাসী ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে উপজেলার রশিদপুর সাতআনা গ্রামের জহুর আলীর পুত্র মোঃ লাবিব হোসেন (৪) ঘুম থেকে উঠে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে বাবা তাকে ১০টাকা দিয়ে দোকান থেকে কেক এনে খাওয়ায়। এরপর বাহিরে কাজে চলে যায়। এমন সময় পাশ্ববর্তী মেজবাহুলের স্ত্রী ভাবী রিমা খাতুন (১৮) পারিবারিকদ্বন্দ কলহের জের ধরে শিশু দেবর লাবিবকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ভাত খাওয়ায় এরপর লাবিবকে গলা টিপে হত্যা করে খাটের উপর শুয়ে দিয়ে চাঁদর দিয়ে ঢেকে রাখে। এ সংবাদ পেয়ে লাবিবের মা ঐ ঘরে গিয়ে ছেলেকে ডেকে নিয়ে আসতে গেলে, তাকে অজ্ঞান অবস্থায় পায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা মহিপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে আওলাই ইউপি চেয়ারম্যান এস.এম রবিউল আলম পিন্টু জানান, প্রেম করে বিয়ে হওয়া স্বামী ও শ্বাশুরির সাথে বনিবনা না থাকায় তাদের মধ্যে প্রায় ঝঁগড়া লেগেই থাকত। শিশু লাবিবকে ভাবী রিমা খাতুন ভাত খাওয়ানোর পর তাকে গলা টিপে হত্যা করেছে বলে তাৎক্ষণিকভাবে সে কথা সে স্বীকার করেছে। এই ঘটনায় থানা পুলিশ অভিযুক্ত ভাবী রিমা খাতুনকে গ্রেফতার করেছে এবং লাবিবের মরেদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে প্রেরণ করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনা নিশ্চিত করে জানান, রিমা তার দেবর লাবিবকে শ্বারোধ করে হত্যার কথা জানালে পুলিশ তাকে আটক করে। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে র্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।