জয়পুরহাটে ফেন্সিডিল সহ ছেলে, বাবা, মা, ফুফু গ্রেফতার
জেলা প্রতিনিধি, জয়পুরহাটঃ ১৮ এপ্রিল, ২২
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সকালে তাদের আটকের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের মোতালেব হোসেন (৩২), তার বাবা মোজাম্মেল হক মোজাম (৬২), মা মোসলেমা বিবি (৫০), ফুফু আনোয়ারা বেওয়া আনু (৪০) ও পাঁচবিবি উপজেলার ধরঞ্জী সালুয়া গ্রামের মৃত কামাল উদ্দীনের ছেলে নাজির হোসাইন (৩৩)।
ওসি সাইদুর রহমান বলেন, খামার কেশবপুর গ্রামের মোতালেবের বাড়িতে নাজির ফেন্সিডিল নিয়ে এসেছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ৩৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে চারজন একই পরিবারের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে, নাজির সীমান্ত থেকে মোতালেবদের বাড়িতে ফেন্সিডিল নিয়ে আসতো আর তারা এসব মাদক অন্যত্র সরবরাহ করতো।
তিনি বলেন, আটকের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।