ক্ষেতলালে ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পের অর্থছাড়
বরাদ্দের ফটোকপি বিতরণ
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ঈদগাহ মাঠ উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার ২০৯ টি ঈদগাহ মাঠের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে টিআর প্রকল্পের চেক বিতরণের ব্যানারে বরাদ্দ পত্রের ফটোকপি বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের হল রুমে এসব বরাদ্দ পত্রের ফটোকপি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট- ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল- মাহমুদ স্বপন এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুজ্জামন তালুকদার নাদিম।
টিআর প্রকল্পের বরাদ্দ হতে প্রত্যেক ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য ৪৭ হাজার ৪৪২ টাকা প্রদান করা হয়। এর মধ্যে ক্ষেতলাল উপজেলায় ৫৪ টি, কালাই উপজেলায় ৬৮টি, আক্কেলপুর উপজেলায় ৮৭টি টিআর প্রকল্পের বরাদ্দ পত্রের ফটোকপি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহম্মেদ সহ কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমীন পাপন বলেন, প্রত্যেকটি ঈদগাহ মাঠের সভাপতিদের হাতে চেকের পরিবর্তে বরাদ্দ পত্রের ফটোকপি বিতরণ করা হয়েছে। তারা ওই বরাদ্দ পত্রের ফটোকপি স্ব-স্ব উপজেলা পিআইও অফিসে জমাদিলে মুল চেক পাবে।