জয়পুরহাট ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
আঃ রাজ্জাক জয়পুরহাট প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২২
জয়পুরহাটে ৫০ বোতল ফেন্সিডিল সহ বায়েজিদ বোস্তামী ( ২৭ ) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মংগলবার রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা চকশিমুলিয়া গ্রাম থেকে ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বায়েজিদ বোস্তামী পাঁচবিবি উপজেলার বাগজানা চক শিমুলিয়া গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক আমিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ দল পাঁচবিবি উপজেলার বাগজানা চকশিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল সহ বায়েজিদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন।
জয়পুরহাট