ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি: ০২ এপ্রিল, ২২ইং
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।
অভিযোগ সুত্রে জানা যায়, চলতি বছরের ১ই জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশির দ্বারা মারধরের ঘটনায় বিচারের দাবিতে আরিফ মেম্বরের বাড়ীতে গিয়েছিলেন ওই গৃহবধূ। বিচার করে দিবেন বলে তার বাড়ীর পিছনে গরু রাখার ঘরের ওই গৃহবধূকে জোড়পূর্বক ধর্ষণ করে। স্থানীয়ভাবে বিচার চেয়েও প্রতিকার পাননি ওই গৃহবধূ।
অভিযুক্ত ইউপি সদস্য আরিফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রিমহল তার বিবুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম মুঠোফোনে বলেন, এটা একটা মামলা, থানার বিষয় বলেই মুঠোফোনের লাইন কেটে দেন তিনি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ওই গৃহবধূ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।