মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জয়পুরহাট জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
জয়পুরহাট প্রতিনিধি/
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে নির্মিত স্মৃতিস্তম্ভে (২৬ মার্চ)সকাল ০৬.০২ মিনিটে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, এরপর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন “প্রথম সশস্ত্র প্রতিরোধ ৭১” ভাস্কর্যে।
১৯৭১ সালে বাঙালির উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করেন রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যদের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যে উপস্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব এ.কে.এম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, সদর থানা, জয়পুরহাটসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।