জয়পুরহাটের ক্ষেতলালে জাল টাকাসহ গ্রেপ্তার ২
জয়পুরহাট প্রতিনিধি/
থানা সূত্রে জানা গেছে, (২৫ মার্চ) শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার থানা বাজারের এঘটনা ঘটে।
থানা বাজারের মুদি দোকানী আক্কাছ আলীর নিকট জাল টাকা ভাঙ্গানোর সময় তিনি বুঝতে পেরে স্থানীয় দুই ব্যক্তি পৌর এলাকার মাহবুব আলম মানিক ও অটো মেকানিক পিয়াস এর নিকট বিষয়টি জানালে তারা কৌশলে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ক্ষেতলাল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে জাল টাকাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে ১৯টি এক হাজার টাকার জাল নোট এবং আসল চৌদ্দ হাজার ছয় শত টাকা উদ্ধার করে পুলিশ।
আটকৃতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহ্ আলম (৪০) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার পানাতি পাড়া গ্রামের নিজান উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৫) এবং স্থানীয় ওই দুইজন (মাহবুব আলম মানিক ও পিয়াস)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশী হেফাজতে রাখা হয়েছে।
এবিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন ইয়াজদানী বলেন, উদ্ধারকৃত জাল নোট পরীক্ষা নীরিক্ষা শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৷