পর্ণগ্রাফী আইনে ভিডিও সরবরাহকারি মামলায় নওগাঁয় র্যাবের অভিযানে গ্রেফতার ১০
জয়পুরহাট প্রতিনিধি/
জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩,ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা নেতৃত্বে ২২ মার্চ সুন্ধা ৭ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজারস্থ এলাকা হতে সিপিইউ- ১২ টি, হার্ড ডিস্ক- ১৬টি, মনিটর- ১২ টি, মাউস- ০৪ টি, বিভিন্ন ক্যাবল- ০৯ টি, কী-বোর্ড-০৮ টি সহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রফতারকৃত আসামীরা হলেন৷ মোঃ নুর আলম (৩৫), বাহাপুর গ্রামের পজলুর রহমানের ছেলে৷ ,মোঃ সাকিব হাসান (২৯), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে৷ মোঃ ইমরান (২২),পিছলি মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে৷ মোঃ কামাল হোসাইন (২৩), মানিকুড়া,গ্রামের আজিজুল হকের ছেলে৷ মোঃ শাহিন আলম (২৬) জয়পুর গুচ্ছগ্রাম, পাড়ার মোজাফফর রহমানের ছেলে, মোঃ আরিফুল ইসলাম(২৭), মানিকুড়া গ্রামের রাশেদুল হকের ছেলে৷ মোঃ মতিউর রহমান(২৮),খুদ রামবাটি (মহিলিপুর), গ্রামের নুর ইসলামের ছেলে৷ মোঃ রাশেদ মিলন(২৮),সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে৷ মোঃ আব্দুল মাজেদ (২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে৷, মোঃ কাওসার মাহমুদ শান্ত (২৮), সাড়াইডাঙ্গা, গ্রামের লোকমান আলীর ছেলে ১০ নং থানা-পত্নীতলা সর্ব জেলা-নওগাঁদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে নওগাঁর জেলার সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে ২০১২ সালে (৮ এর (২) ধারাই মামলা দায়ের করা হয়েছে।