জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১
জয়পুরহাট প্রতিনিধি/
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক আক্কেলপুর থানা এলাকা হতে (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আতোয়ার হোসেন(৩৮),-পশ্চিম মাতাপুর (মিলনপাড়া), গ্রামের মকবুল হোসেনের ছেলে৷
জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকায় (২২মার্চ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভিযান পরিচালনা সময় গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানাধীন রুকিন্দীপুর ইউপি-র অন্তর্গত মাতাপুর(মিলনপাড়া) আতোয়ার হোসেন এর বসতবাড়ী হতে (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামী মোঃ আতোয়ার হোসেন(৩৮)এর বিরুদ্ধে পূর্বের আরো (৬টি) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।