মধুপুর কম্পিউটার এসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কম্পিউটার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ মার্চ) দুপুরে মধুপুর বাসস্টান্ড এলাকায় হাজী নান্না হোটেলের ৩য় তলার কনফারেন্স রুমে মধুপুর উপজেলা কম্পিউটার এসোসিয়েশন এই সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করে।
কম্পিউটার এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য সোহেল রানা জানান, কম্পিউটার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং সংগঠনের সদস্য মো. আসাদুজ্জামান সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেয় কম্পিউটার এসোসিয়েশন। একই সাথে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুুপুর কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সরকার, ব্যবসায়ি নেতা ফজলুল হক মনি প্রমূখ।
এসময় কম্পিউটার এসোসিয়েসনের সকল নেতৃবৃন্দ সহ ককল সদস্যগন উপস্হিত ছিলেন।