জয়পুরহাট কালাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারপিট বসত ভিটায় অতর্কিত সন্ত্রাসী হামলা আহত ১
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ১জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়
(বৃহস্পতিবার ১৭ মার্চ) সকাল ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাড়িতে এসে গেট ভেংগে বাসেদকে টেনে বের করে মারতে থাকে এক সময় বাসেদ অজ্ঞান হয় বাসেদকে পিটিয়ে গুরুতর জখম করেছে একই বাড়ির মোঃ আনারুল ইসলাম ও তার সহ অজ্ঞাত লাল মিয়া মেম্বার এর ক্যাডার বাহিনী অন্য গ্রাম থেকে এসে ফরহাদ ও আনারুলের সাহায্যে ১০/১৫ জন এ হামলা চালায়।গ্রামের লোক জন উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান৷
নাম প্রকাশে অনইচ্ছুক গ্রামবাসি বলেন এলাকায় আলী আনসারের হুকুমে আনারুল ব্যপক মানুষের উপর অত্যচার করে মানুষকে সব সময় হুমকির মুখে রাখে আমরা তাদের বিচার চাই তাদের কি এমন অলৌকিক ক্ষমতা পাসের গ্রাম থেকে ভারাটে মাস্থান এনে দিনে দুপুরে একজন বৃদ্ধা নারীর বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্য হামলা করে৷
এলকায় চিন্নিত আনারুল চরিত্র হিন একটা মানুষ তার বউ বাচ্চা থাকার পরে পরোকীয়া আসাক্ত এবং একটা অসৎ চরিত্র মহিলাকে বিয়ে করছে। ওই মহিলার সাবেক সামির বাসায় জোর করে থাকে এবং সবাই কে জিম্মি করে,ওই পরিবারের উপর এ হামলা চালায়৷
অভিযুক্তদের মোঠ ফনে একা ধিকবার যোগা যোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়৷
এ সময় আহতের মা বেলি স্ত্রী বোন ছাড়াতে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোক দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করে। আহত বাসেদ জানায় পূর্ব শত্রুতার জের ধরে কথার কাটাকাটি হলে বড়ির গেট ভেঙ্গে দরজা সংলগ্ন এর গোড়ায় দেশিয়ও লাঠি সোটা লোহার সাবল দিয়ে তার শরিলে বিবিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে তার মা ছাড়াতে গেলে তাকেও গলা চেপে মারধর করে, আনারুল ভিক্টিমের বুকে লাথি মারে ফরহাদ লাঠি দিয়ে হাতে আঘাত করে এবং আনসার সহ অজ্ঞাত ১৫ জন এলোপাথারী মারধর করে তার কাছে থাকা নগদ ২৫ হাজার পাঁচ শত টাকা ও তার বোনের গলায় থাকা ১০ আনা স্বর্নের চেইন, কানের ৬ আনা জুমকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত আনারুল ফরহাদ কে খুজেঁ পাওয়া যায়নি। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বাসেদ বাদী হয়ে কালাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক সাংবাদিকদের বলেন অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে৷