পাংশায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, এসিল্যান্ড নুসরাত তাসনীম আওন, কৃষিবিদ রতন কুমার ঘোষ, এসআই হিরু বড়ুয়া, ব্যবসায়ী কার্তিক সাহা ও লিটন সাহা প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।অনুষ্ঠানে মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান মো. আব্দুর রব (মোনা বিশ্বাস), সাংবাদিক মো. মোক্তার হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।