জয়পুরহাটে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন
জয়পুরহাট প্রতিনিধি, ১৮ জানুয়ারি ২২ ইং:
নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে র্যালী শেষে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক জয়পুরহাট খবর জয়পুরহাট পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মোমেন মুনি, ৭১ টেলিভিশনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, বাংলা টিভির সাংবাদিক রেজাউল করিম রেজা, একুশে টেলিভিশনের সাংবাদিক শফিকুল ইসলাম, রাহাত এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারি রমজান আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।