জয়পুরহাটে গৃহবধু হত্যার বিচার ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানব বন্ধন
আঃ রাজ্জাক জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে গৃহবধু ফরিদা খাতুন হত্যার বিচার ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানব বন্ধন করেছে নিহতের স্বজন এবং এলাকাবাসীরা। রবিবার বেলা ১২টায় ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল ত্রিমোহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ২৮ নভেম্বর ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের ফরিদা খাতুন (২৫) নামের এক গৃহবধুকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠে তার স্বামী সোহেল রানা (২৮), শশুড় আঃ গফুর, শাশুড়ী হাজেরা ওরফে শিরিনা বির”দ্ধে।
নিহত গৃহবধুর পরিবার ও এলাকাবাসীর দাবী ফরিদাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এদিকে পোস্ট মর্টেম রির্পোটেও শ্বাসরোধ করে হত্যা কথা উলেখ করা হয়েছে বলে দাবী করেন নিহতের পিতা মোফাজ্জল মন্ডল। তার দাবী একটি মহল এই হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করছে। পুলিশ সুষ্ঠ তদন্তে গাফিলতি করছে এবং হত্যাকারী একজন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বুড়াইল ত্রিমোহনীতে অনুষ্ঠিত মানব বন্ধনে ওই এলাকার হাজার হাজার নারী পুর”ষ অংশ গ্রহণ করেন। তারা সকলেই গৃহবধু ফরিদা খাতুন হত্যার বিচার ও সুষ্ঠ তদন্তের দাবি জানান। এমন মুহুূতে ওই মামলার তদন্তকর্মকর্তা এসআই রেজাউল ইসলাম ক্ষেতলাল থানা পুলিশের একটি দল নিয়ে মানব বন্ধন স্থলে পৌঁছলে মানববন্ধনকারী ও পুলিশের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, পোস্টমর্টেম রির্পোট হাতে এসেছে সেখানে শ্বাসরোধে হত্যার কথা বলা হয়েছে। এজাহার নামীয় দুইজন আসামীকে গ্রেফতার করেছি এবং রির্পোটটি আমরা ইতিমধ্যে আদালতে প্রেরণ করেছি। এটা এখন আদালতের বিষয় আমাদের বিষয় নয়।