শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য কে সামনে মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২১
ইমান উদ্দিন
মাগুরা প্রতিনিধি
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য কে সামনে মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২১ এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকাল ১০ টার সময় জেলা কমান্ড্যান্টের কার্যালয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা এর আয়োজনে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে জেলা সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও আকাশে শান্তির সাদা কবুতর ও বেলুন উড়িয়ে জেলা সমাবেশ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম। জেলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ কমান্ডার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ মোল্লা আমজাদ হোসেন (পিএএমএস)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাগুরা মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন মাগুরা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল। আনসার জেলা সমাবেশের সার্বিক তত্ত্বাবধান করেন জেলা কমান্ড্যান্ট মাগুরা শুভ্র চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালন করেন শালিখা উপজেলার টিআই মোঃ আনিছুর রহমান। এছাড়াও জেলা সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেসতওয়ারা বেগম, মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মর্জিনা খাতুন, সদর মাগুরা টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মোঃ টিপু বিশ্বাস, টিআই শ্রীপুর মমতাজ বেগম, টিআই প্রতাপ রায়, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা, ব্যবস্থাপক জনতা ব্যাংক লিঃ, ব্যবস্থাপক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা, জেলা কমান্ড্যান্ট ঝিনাইদহ, সাবেক জেলা অ্যাডজুট্যান্ট মাগুরা মোঃ ওয়ালিদুজ্জামান, ব্যবস্থাপক ল্যাবএইড মাগুরা, ব্যবস্থাপক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শ্রীপুর, আনসার দলপতি-দলনেত্রী, আনসার কমান্ডার ও আনসার ব্যাটালিয়ন সহ গণ্যমান্য ব্যক্তিগণ। প্রধান অতিথি খুলনা রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। তিনি আরও বলেন খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর দলপতি ও দলনেত্রীদের ভাতা বৃদ্ধি করা হবে। জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, কোভিড ১৯ মহামারীতে এই ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রসংশনীয়। পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা পুলিশের সাথে সর্বদা উন্নয়ন ও রাষ্ট্রিয় সেবায় নিয়োজিত আছে এবং দেশ প্রেম শুধু দেশকে ভালোবাসা নয়, দেশের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা। মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল বলেন, বর্তমানে আনসার ও ভিডিপি বাহিনী সুসজ্জিত অাধুনিক বাহিনী হিসেবে পরিচিত লাভ করেছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিয়ে কাজ করছেন। মাগুরা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেস্ট প্রদান ও সম্মানিত অতিথিদের সাথে নিয়ে ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা বিতরণ করেন।