কালাইয়ে ১ সন্তানের জননী সাথী বেগম নিখোঁজ
আঃ রাজ্জাক জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট কালাইয়ে গত ২১ ডিসেম্বর টিকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এক সন্তানের জননী সাথী বেগম (২৪)। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও মিলছেনা তার খোঁজ। হঠাৎ রহস্যজনক নিখোঁজে উদবেগনো পরিবারের সদস্য, প্রতিবেশী ও আত্বীয় স্বজনরা। এ ঘটনায় রবিবার ২৬ ডিসেম্বর সাথীর স্বামী মিন্টু মিয়া কালাই থানায় ১২৬১ নাম্বারে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ সাথী বেগম জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নিমেরপাড়া গ্রামের মোঃ মিন্টু মিয়ার (৩৫) স্ত্রী ।
স্বামী মিন্টু মিয়া বলেন, গত ২১ শে ডিসেম্বর আনুমানিক সকাল ১০ টার সময় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বাহির হয় স্ত্রী সাথী বেগম । সন্ধ্যা হয়ে যায় তবুও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও কোথাও না পাওয়ায় কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
সাথীর মা বলেন, আমি অসুস্থ থাকায় সকাল বেলা আমাকে ভাত রান্না করে দেয়। রান্না শেষ করে মোসলেমগঞ্জ বাজার হতে আমার নাতির স্কুল ব্যাগ আনার কথা বলে বাহিরে গেল । সেই যাওয়াতে আর ফিরেনি সাথী।
বাড়ি থেকে বেড় হয়ে যাবার সময় তার পড়নে ছিল কালো রং এর বোরখা। উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল গোলাকার এবং গায়ের রং ফরসা। কোন ব্যক্তি সাথী আক্তারের খোঁজ পেয়ে থাকলে ০১৭৩৯৭৬৮৪৫৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ স্বজনদের।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে।