দেশীয় অস্ত্র তৈরি করার সময় জনি নামের এক কামারকে আটক
রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়া ইউনিয়নে দেশীয় অস্ত্র তৈরি করার সময় জনি নামের এক কামারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টায় ৬ নম্বর মাড়িয়া ইউনিয়ন বাজার থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে দুর্গাপুর থানার অফিসার্স ইনচার্য হাশমত আলী। তিনি জানান দুর্গাপুরের দৈমাড়িয়া গ্রামের মকছেদ আলীর ছেলে জনিকে দেশীয় অস্ত্র তৈরির করার সময় তাকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আগামী ৫ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কামারশালায় দেশীয় অস্ত্রগুলো তৈরি করা হচ্ছিল। দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২৫টি রামদা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এর নেপথ্যে কারা আছে তা খুঁজে বের করতে কামার জনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category