ভাসমান লঞ্চে ভয়াবহ আগুনে পুড়ে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু!!
কাঁদছে বরিশাল বাসী!! কাঁদছে আজ লঞ্চের শহর!! দেশের ইতিহাসে প্রথম ঝালকাঠি নদীতে এমভি অভিযান-১০ নামক ভাসমান লঞ্চে ভয়াবহ আগুনে পুড়ে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু!!
শুক্রবারের ছুটিতে ঘরে ফিরছিলেন মানুষ। দীর্ঘদিন শহরে থাকার একাকীত্ব ভুলে আজ বহু স্বপ্ন নিয়ে পরিবারের কাছে ফিরছিলেন।হয় তো শিশু সন্তানকে দেখতে বুকটা ছটফট করছিলো।হায় নিয়তি ফিরতে দেয় নি। পায় নি প্রিয়জনের সান্নিধ্য। মৃত্যু এসে কেড়ে নিয়ে গেলো প্রান পাখি।
মুহুর্তেই সে স্বপ্ন পুড়ে গেল ভাসমান লঞ্চের আগুনে। একদিকে পানি, অন্য দিকে আগুন। জীবন বাঁচাতে কি করবে মানুষ!!
“ভাই, আমাকে একটু বাঁচান ভাই। আমার মেয়েটা এখনো ছোট। বাপ বাপ করে মারা যাবে সে।” অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদে ভারী বরিশালের আকাশ বাতাস।
হে আল্লাহ তুমি শোকগ্রস্ত পরিবারগুলোকে এ শোক সইবার ক্ষমতার দান কর।নিহতদের জান্নাত নসিব করুন।আমিন।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category