সরকারের উন্নয়নেরআরেক সাফল্য মধুপুর কিশোর-কিশোরী ক্লাব!
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রকল্পের আওতায় গ্রামের কিশোর-কিশোরীদের মেধা বিকাশ ও সংস্কৃতি মনোস্ক করে গড়ে তোলা জন্য কিশোর- কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে ।লেখাপড়ার পাশাপাশি গ্রামের কিশোর কিশোরীদের নানাবিধ মেধা বিকাশের লক্ষ্যে সরকার এই উদ্যোগ হাতে নিয়েছেন। কবিতা আবৃত্তি, সংগীত চর্চা এবং খেলাধুলায় পারদর্শী করে গড়ে তোলার জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও বিশিষ্টজনেরা।ইতিমধ্যে মধুপুর পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১২টি ক্লাবের কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিটি কিশোর-কিশোরী ক্লাবে ১১থেকে ১৯বছর বয়সী ১০জন কিশোর ও ২০জন কিশোরী নিয়ে গঠন করা হয়েছে। সপ্তাহে দুই দিন তাদের প্রশিক্ষণের জন্য ২জন শিক্ষক ও তদারকির জন্য ৩জন মডারেটর নিয়োগ দেওয়া হয়েছে এবং সকল বিষয় পর্ষবেক্ষনের দায়িত্বে রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম। বিভিন্ন ক্লাবে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই প্রকল্পের কার্যক্রম দীর্ঘস্থায়ী করোনার ভয়াবহতার কারনে কিছুটা বিঘ্নিত হলেও বর্তমানে কিশোর কিশোরীদের উপস্থিতি প্রায় শতভাগ রয়েছে। কুড়ালিয়া ইউনিয়নের কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাবের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি জানান- লেখাপড়ার পাশাপাশি এই ক্লাবে এসে কবিতা আবৃত্তি, খেলাধূলা ও গানের চর্চা করতে পাচ্ছি এবং খাবারের জন্য টিফিন পেয়ে আমি খুবই আনন্দিত ।অভিভাবক রাসেল মিয়া জানান, আমার মেয়ের খুব ইচ্ছে গান শিখার আমি একজন সামান্য দিনমজুর তাই টাকার অভাবে মেয়ের আশা পুরণ করতে পারি নাই। আমার মেয়ে আজ বিনা টাকায় এই ক্লাবে গান শিখতে পাচ্ছে, আমি আমার মেয়ের ইচ্ছা পূরণ করতে পারিনাই যা প্রধানমন্ত্রী করে দিয়েছেন এর জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শিক্ষকগন জানান, সরকারের নানামুখী উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্পটি একটি বিরাট ভুমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।আলোকদিয়া ক্লাবের শিক্ষক বলেন- প্রতিনিয়ত কিশোর কিশোরীদের শিখার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং তাদের উচ্ছাস উদ্দীপনায় ক্লাব প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে।তারা জানান, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের অক্লান্ত পরিশ্রম ও সঠিক তত্বাবধায়নের কারণেই আগামীতে মধুপুর উপজেলার সকল কিশোর কিশোরী ক্লাবগুলো সরকারের ইতিবাচক ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।