কর্মীদের ধাক্কাধাক্কি-হট্টগোল, ক্ষুব্ধ ফখরুল
অনলাইন ডেস্ক
রাজধানীর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য
তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তৃতা দেওয়ার
সময় কর্মীদের বিশৃঙ্খলায় বিরক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।
পরে কর্মীদের শান্ত করার চেষ্টা করেন ফখরুল। কিন্তু তাতে কাজ না হওয়ায়
বক্তব্য বন্ধ করে ডায়েস ছেড়ে চলে যান বিএনপি মহাসচিব। কিছু সময় পর
পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে এসে বক্তব্য শুরু করেন তিনি।
আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে।
এই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্য
দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন কর্মীরা। তখন
শামসুজ্জামান দুদু কর্মীদের শান্ত করেন। অনুষ্ঠান শেষে গেট দিয়ে বের হওয়ার
সময়ও ধাক্কাধাক্কি করেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ঢাকা
মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম
প্রমুখ।