মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর উদ্যোগে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানা মহোদয়ের নেতৃত্বে ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা আসামী মোঃ রফিকুল ইসলামকে তিন বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
আসামী রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি হরিমঙ্গল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ইউএনও মহোদয়ের নেতৃত্বে অপর এক অভিযানে দক্ষিণ তেতাভূমি খলিফাবাড়ী হতে এতিম আলীর ছেলে আসামী মোহাম্মদ আলী আশ্রাফকে ফেন্সিডিলসহ আটক করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানা আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় এসআই মুরাদ হোসেনসহ একটি টীম উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানার নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন। এর উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানা যোগদান করার পরেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা র সাথে যোগাযোগ করেন এবং ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।