শৃঙ্খলা
ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ ছাত্রলীগ কর্মীকে
বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শৃঙ্খলা
ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ ছাত্রলীগ কর্মীকে
বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের
বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর রবিউল ইসলাম ভূঁইয়া। তিনি
বলেন, গত কয়েকদিনের সংঘর্ষের ঘটনার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য
ভিত্তিতে যাচাই বাছাই করে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ আজ
সোমবার থেকে কার্যকর হবে।
বহিষ্কৃতরা হলেন, আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মির্জা কবির সাদাফ ও
রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল আলম। অর্থনীতি বিভাগের
২০১১-১২ শিক্ষাবর্ষের ফরহাদ, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের
অহিদুজামান সরকার, ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয়,
একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের
২০১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাভেদ, আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ
মাসুদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের
তানজিল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো নাঈম, একই
শিক্ষাবর্ষের বাংলা বিভাগের সাইফুল ইসলাম, আরবি বিভাগের তৌহিদ। এদের মধ্যে
মির্জা কবির সাদাফ ও আশরাফুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার অভিযোগে
এক বছরের জন্য বহিষ্কার ও বাকি সবাইকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সিহাব
আরমান নামে সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা।
এর জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর সিএফসি গ্রুপের আরাফাতকে মারধর করে
সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে
অন্তত চারজন আহত হন। এরপর আবার গতকাল রবিবার বিকেল পাঁচটায় দু’গ্রুপের
মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিবদমান সিএফসির গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী
এবং সিক্সটি নাইন গ্রুপ সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী
হিসাবে ক্যাম্পাসে পরিচিত। সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ও সিক্সটি নাইনের নেতৃত্ব দিচ্ছেন শাখা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।