মাগুরা
হাজরাপুর ইউনিয়নে ৮ নং ওর্য়াড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার ঃ মাগুরা সদর উপজেলার ৫ নং হাজরাপুর ইউনিয়নের
৮ নং ওর্য়াড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত। বুধবার ২৯
সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় মিঠাপুর গ্রামে ৮ নং ওর্য়াড কৃষক লীগের
ত্রি-বার্ষিক সম্মেলনের অায়োজন করা হয়।
কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে
প্রধান অতিথি ছিলেন সভাপতি মাগুরা জেলা কৃষক লীগ এ্যাডভোকেট মোঃ মইনুল
ইসলাম পলাশ, প্রধান বক্তা সাধারণ সম্পাদক মাগুরা জেলা কৃষক লীগ মোঃ
সাজ্জাদুল ইসলাম বিপু, উদ্বোধক সভাপতি সদর উপজেলা কৃষক লীগ মাগুরা মোঃ
মোমিন বিশ্বাস, বিশেষ অতিথিবৃন্দরা ছিলেন সদস্য মাগুরা জেলা আওয়ামী লীগ ও
সভাপতি ৫নং হাজরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ মোঃ কওছার বিশ্বাস, সাধারণ সম্পাদক
৫নং হাজরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সদর
উপজেলা কৃষক লীগ আবু রেজা পিকুল, চেয়ারম্যান ৫নং হাজরাপুর ইউনিয়ন পরিষদ
মাগুরা সদর মোঃ কবীর হোসেন, সভাপতি ৫নং হাজরাপুর ইউনিয়ন কৃষক লীগ নিখিল
কুমার কুন্ডু,
সাধারণ সম্পাদক ৫নং হাজরাপুর ইউনিয়ন কৃষক লীগ মোঃ রবিউল
ইসলাম লাকী, দপ্তর সম্পাদক জেলা কৃষক লীগ মাগুরা ও জাতীয় পরিষদ সদস্য
বাংলাদেশ কৃষক লীগ মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জেলা কৃষক লীগ সুজন
মাহমুদ রিগেন, ৬ নং রাঘবদাইড় ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোঃ আইয়ুব হোসেন
মোল্লা সহ কৃষক লীগের নেতা ও কর্মীবৃন্দগণ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন আহবায়ক ৮নং ওয়াড ৫নং হাজরাপুর ইউনিয়ন কৃষক লীগ মোঃ সোহরাব
হোসেন, সঞ্চালনায় সদস্য সচিব ৮নং ওর্য়াড ৫নং হাজরাপুর কৃষক লীগ নিখিল কুমার
ঘোষ। ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে ৫নং হাজরাপুর ইউনিয়ন কৃষক লীগ,
মাগুরা সদর। প্রধান অতিথি কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ মইনুল ইসলাম
পলাশ বলেন, হাজরাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হলেন মোঃ কবীর হোসেন তার
অকাল্ত পরিশ্রমে বর্তমান সময়ে এই ইউনিয়ন মাদকমুক্ত এবং তিনি আরও বলেন
চেয়ারম্যান কবীর হোসেন রাস্তা পাকাকরন, মসজিদ, মন্দির, সৌরলাইট, কৃষকদের
সার ও বীজ সরবরাহ ও ভুর্তকী, গরীব মানুষের ভাতা, ইত্যাদি বিভিন্ন সামাজিক
উন্নয়ন মূলক কাজ করে মাগুরা জেলার শ্রেষ্ঠ ও স্বনামধন্য চেয়ারম্যানে
পুরস্কৃত হয়েছেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কৃষক লীগের সভাপতি
এ্যাডভোকেট মোঃ মইনুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম
বিপু ৮নং ওয়ার্ডের নতুন কমিটির দায়িত্বর কাগজপত্র লিখিত ভাবে তুলে হাতে
দেন। নতুন কমিটির ৩ জন হলেন, ৮ নং ওয়ার্ডের সভাপতি নিখিল কুমার ঘোষ সাং-
মিঠাপুর, সাধারণ সম্পাদক মোঃ তুষার মোল্লা সাং- খালিমপুর, সাংগঠনিক সম্পাদক
মোঃ জিন্নাহ মোল্লা সাং- মিঠাপুর।