ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
মহেশপুরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
ইমান উদ্দিন
ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের কলেজ বাস স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত কৃদরত আলীর ছেলে।
তিনি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেল ৫ টার সময় আব্দুস সামাদ মহেশপুর শহর থেকে মোটর সাইকেলের তেল আনতে স্থানীয় মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিল, পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় স্কুল শিক্ষক আব্দুস সামাদ। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category