মোঃ আবুল হোসেন আকাশ টাঙ্গাইল প্রতিনিধি
মাদারগঞ্জ – সারিয়াকান্দি যমুনা নৌ রুটে ফেরি সেবা৷ উদ্বোধন করা হয় ।
গতকাল জামথল কালিতলা ঘাটে ফলক উম্মোচন শেষে মতবিনিময় অনুষ্ঠানে মাদারগঞ্জ – বগুড়া ফেরি চলাচল উদ্বোধন করেন নৌ- পরিবহন প্রতিমন্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বগুড়া – এক আসনের এমপি সাহাদারা মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়েনে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের সাথে যোগাযোগের এই ফেরি যুক্ত হওয়ায় তারই উদাহরণ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আঃ রউফ সেরনিয়াবাতের নামে অত্যাধুনিক সি – ট্রাকটি উদ্বোধন মধ্যদিয়ে বগুড়া ও জামালপুর দুই এলাকার লাখো মানুষের দিরঘদিনের দাবী পূরণ হচ্ছে। প্রাথমিকভাবে মানুষ এবং মাঝারি যানবাহন নিয়ে ফেরি চালু হলেও ভবিষ্যতে ভারী ফিরে সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই যমুনা নদীর দুই প্রান্তে আধুনিক টার্মিনাল, সড়ক প্রশস্হকরণ, নদী ড্রেজিং পরিকল্পনা তৈরি করা হয়েছে।