পুলিশ
পরিচয়ে মাইক্রোবাস ছিনতাই আটক ৪!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ঢাকা থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে খুলনা জিরো পয়েন্ট থেকে ছিনতাইকৃত
মাইক্রোবাসসহ পুলিশ পরিচয়দানকারী ৪ ছিনতাইকারীকে আটক করেছে বাঘারপাড়া
থানা পুলিশ।
জানা গেছে, ১২ আগস্ট সকাল ৮.৩০ টার সময় খুলনা জিরো পয়েন্ট থেকে ঢাকা
মেট্রো চ-১৯-৯৬৯৪ একটি কালো রং এর মাইক্রোবাসকে অন্য একটি মাইক্রোবাস দিয়ে
গতিরোধ করে পুলিশ পরিচয়ে ছিনতাই করে ৭/৮ জন দুর্বৃত্তের একটি দল।
গাড়িতে
থাকা আরোহীদের মারধর করে তাদের সর্বস্ব লুটে নিয়ে যশোরের দিকে গাড়িটি রওনা
হয়। এ সময় ছিনতাইকৃত গাড়িটির মালিক অন্য একটি গাড়ির সাহায্যে পিছু নেয় এবং
এক পথচারীর ফোন থেকে জরুরী জাতীয় সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা
নিয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে বাঘারপাড়া থানার শোভদেব
নগর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে ৪ ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা
হল নড়াইল নড়াগাতির নয়নপুর এলাকার মৃত মুক্তারের পুত্র মিজানুর রহমান(৪০),
যশোর শার্শা উপজেলার সাতমাইল এলাকার মোঃ নূর আলমের পুত্র কামরুজ্জামান(৩৫),
একই এলাকার মজীর উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন(৪২), জুম্মাদ আলীর পুত্র
জাহাঙ্গীর(৩৮)।এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই নবুয়্যত সাংবাদিকদের বলেন,
অন্য অপরাধীদের আটকের জোর চেস্টা চলছে।