পাবনা সুজানগরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি কাদের গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
আলোচিত শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি কাদের (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। কাদের আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে। কাদের সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম সামসুল আলম এর ছোট ভগ্নিপতি।
কাদের প্রায় দীর্ঘ দিন যাবত সাতবাড়িয়ার শিকদার পাড়ায় বসবাস করতো। সোমবার রাতে পাবনার সুজানগর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কুদ্দুস,এস আই মাহমুদুল, মনসুর,বেলাল ও দিপু সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাদের কে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা রয়েছে। উল্লেখ্য গত রোববার সাতবাড়িয়া বাজার সংলগ্ন একটি ঘরে কাদের এক শিশু কে ধর্ষণ চেষ্টা করেছিল।এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।