ব্রাহ্মণবাড়িয়ায় এসিল্যান্ড এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ!
ব্রাহ্মণবাড়িয়ায় এসিল্যান্ড এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল বৃষ্টি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী৷ শুক্রবার (৬ আগস্ট) বেলা ৩ টায় পৌর এলাকার মাঝিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে৷জানা যায়,
উপজেলার রসুল্লাবাদ গ্রামের প্রবাসী আব্দুর রহিম মিয়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বৃষ্টি আক্তারের (১৪) বিয়ে হচ্ছিল কুমিল্লা সদরের মৃত হাবিবুর রহমানের ছেলে ফাহাদ আলম হৃদয়ের(২২) সাথে৷ গোপন সূত্রে খবর পেয়ে নবীনগর থানার এসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন৷ এ সময় তিনি বাল্যবিবাহ নিরোধ আইনে বরের নানা নুরুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে কোথাও বিয়ে দেবেন না মর্মে মেয়ের মাসহ অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন বলেন, বাল্যবিবাহ বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category