মাগুরায় গৃহবধূ ধর্ষক আসামি গ্রেপ্তার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরার মহম্মদপুরের ভয়ভীতি দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলায় বাবর আলী বাবু (৫০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। বাবর আলী বাবু মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার ওই নারী ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাত ১২ টার দিকে প্রতিবেশী বাবু ও তাঁর এক সহযোগি ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাবুকে আটক করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পরে চিকিৎসার জন্য মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। আজ রবিবার সকালে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে দুপুরে অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।