মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর স্লুইসগেট সংলগ্ন এলকায় মটরসাইকেল চাপায় খাদিজা (২৫) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় নিহতের কোলে থাকা শিশু কন্যা মিম (০৬) ও মটরসাইকেল আরোহী আকরাম অক্ষত রয়েছে।ওই এলাকা বাসিন্দারা জানান চাচাতো ভাই আকরামের সাথে মটরসাইকেল যেগে শিশুকণ্যা মিম কে নহাটা বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রাহাতপুর স্লুইসগেট এলাকায় পৌছেলে বিপরিত দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক মটরসাইকেল টিকে স্বজোরে ধাক্কা দিলে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খাদিজা মারা জান।
এ সময় মটরসাইকেলের অন্য আরোহী মিম ও চালক আকবর হোসেন ছিটকে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে পড়ে।খাদিজা রাহাতপুর গ্রামের প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার সত্যত্যা স্বীকার করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, ঘবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।