মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বাকেরগঞ্জের কালিগঞ্জ বাজারে আবুল হোসেন খলিফার ঘর থেকে বিপুল পরিমান টিসিবি পণ্য উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
সূত্র জানায় গত ১৪ ই জুলাই রোজ বুধবার দুর্গাপাশা নিবাসী “মেসার্স সৈকত এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী জনৈক সবুজের বাংলাদেশ টিসিবির বিপুল পরিমাণ পন্য কালোবাজারি করে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল হোসেন খলিফার নিকট কুক্ষিগত অবস্থায় রাখেন।যাহা পরবর্তীতে ওই টিসিবির পণ্য কালোবাজারি করার পাঁয়তারা করিলে গোপন সূত্রে বিষয়টি জানতে পারে তিনি তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ কল করিলে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল ও তার সঙ্গীয় ফোর্সদেরকে নিয়ে আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খলিফার বাসা থেকে মজুদকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ পণ্য সামগ্রী স্থানীয় জনসম্মুক্ষে উদ্ধার করে একটি জব্দ তালিকা তৈরি করেন । পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৯৪৮ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৪০০ কেজি মশুর ডাল। এসব পণ্য টিসিবি’র ডিলার উপজেলার দুর্গাপাশা এলাকার বাসিন্দা সবুজের বলে জানিয়েছে পুলিশ।এ বিষয় বরিশালা জেলা টিসিবি কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জনান-যেহেতু এই পন্য গুলো দূর্গাপাশা ইউনিয়নের জনগনের জন্য সেহেতু ওই ডিলার অসৎ ও কালোবাজারির উদ্দেশ্যে দূর্গাপাশা থেকে রঙ্গশী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের আওয়ামী লীগের নেতার বাসায় রেখে ভোক্তা অধিকার আইনে অলঙ্ঘনীয় অপরাধ করিয়াছেন বিধায় বিষয়টির ব্যাপারে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাপারে ব্যাবস্থা নিতে পারেন।কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধুবি রায় ব্যাবস্থা নেওয়া তো দুরের কথা বরং তিনি নিজেই ওই আওয়ামী লীগ নেতার পক্ষ অবলম্বন করে দুর্গাপাশা ইউনিয়নের জনগণের বরাদ্দকৃত টিসিবির পণ্য ওই দিন রাত আনুমানিক ০৮:৩০ মিনিটের সময় বাকেরগঞ্জের বাসস্টানের আল-আমিন জামে মসজিদের সামনে বসে স্বাস্থ্য বিধি লংঘন করে ওই এলাকার জনগণের মধ্যে বিক্রি করিয়ে আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খলিফাকে ভোক্তা অধিকার আইনে মামলা থেকে রক্ষা করেন। এই নিয়ে এলাকায় চরম ক্ষোভের বিরাজ করিতেছে।