শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাস্তার কাজ না করে টাকা ভাগাভাগি( সওজ) ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন মাগুরা গোপালগ্রাম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী পটুয়াখালী ভার্সিটির, পোস্টগ্রাজুয়েট স্ট্যাডিজ কমিটির সভা।। দুস্থ ও অসহায় মানুষের ভরসা যেন ঝর্ণা মান্নান মেমোরিয়াল ট্রাস্ট সাপাহারে জোর পূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন পটুয়াখালীর দুমকি উপজেলায়, মসজিদের ইমামের গরু লুট।। দুমকি উপজেলায়, গরু লুঠ মামলার ২ আসামি আটক শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নওগাঁর মান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Headline
Wellcome to our website...
প্রিয় গলাচিপা ও দশমিনা উপজেলা বাসি সর্বস্তরের জনগণ।
/ ৩ Time View
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

 প্রিয় গলাচিপা ও  দশমিনা উপজেলা বাসি সর্বস্তরের জনগণ। 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া 

পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

 পটুয়াখালী -৩ সাবেক সংসদ সদস্য ১১৩  পটুয়াখালী – ৩   জননেতা,,  জনাব, ( golam maula rony)   গোলাম মাওলা রনি  আসসালামু আলাইকুম। প্রতিদিন অসংখ্য ফোন পাই  – আমি এলাকায় কবে আসবো । অনেকের ইচ্ছা – আমি এলে তারা আমাকে নিয়ে মিছিল মিটিং করবেন। কারন বিভিন্ন প্রার্থীরা এলাকায় ঘন ঘন যাচ্ছেন এবং তাদের কর্মী সর্মথকদের তৎপরতা দেখে আমার প্রিয়জনরা আমার জন্য উসখুস করছেন। 

আপনারা যারা আমাকে চিনেন তারা ভালো করেই জানেন যে  – জীবনে আমি পন্ড শ্রম করিনি ! যতটুকু শ্রম দিয়েছি তার পুরো ফল ঘরে তুলেছি । অন্যকে অনুকরণ করা কিংবা কারো সঙ্গে প্রতিযোগিতা করে আমাকে কোনো কিছু অর্জন করতে হয়নি । আল্লাহর দয়ায় আমি সব সময়ই নিজের জন্য সুন্দর একটি পথ খুঁজে পেয়েছি । 

গলাচিপা দশমিনার প্রতি ইঞ্চি জায়গা আমার পরিচিত । আপনারাও আমাকে চিনেন বহু যুগ ধরে ! একটি নির্বাচন করার সকল সামর্থ আল্লাহ আমাকে দিয়েছেন ! ভোটার – কর্মী  – সমর্থক – নির্বাচন করার অর্থ ইত্যাদি কোনো কিছুর জন্যই কারো নিকট হাত পাততে হবেনা ইনশাআল্লাহ । সুতরাং অস্থির না হয়ে নির্বাচনের তারিখের জন্য অপেক্ষা করছি । কিন্ত আমার সিক্স সেন্স বলছে  – আগামী দুই চার বছরের মধ্যে নির্বাচন হচ্ছে না । দ্বিতীয়ত – সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে আমি নির্বাচন করবো না । কারন এক তরফা নির্বাচন হলে বা কারচুপির নির্বাচন হলে আগামীতে আমাকেও পালাতে হবে । 

আপনারা জানেন যে, ২০১৪ সালে আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনিনি। কারন বিনা ভোটের নির্বাচনের পরিণতি আমি ১০ বছর আগেই টের পেয়েছিলাম। কাজেই একটি অবাধ, সুষ্ঠ এবং প্রতিযোগিতা মূলক নির্বাচনের পরিবেশ তৈরী না হলে নির্বাচনের পথে পা বাড়াবো না । বর্তমানে যে দুর্বল সরকার চলছে সেখানে পুলিশ – আমলা – বিচারকরাই নানা রকম অসুবিধায় আছেন ! সুতরাং যেখানে নির্বাচন আয়োজকরাই বিপত্তিতে সেখানে তারা একটি সুষ্ঠ নির্বাচন করবেন এই আশা করার মতো বয়স আমি পার করে এসেছি । আপনারা সবাই ভালো থাকুন এই দোয়া করছি । আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো ।

ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিতদের বাদ দিয়ে রাজনীতি, বাংলাদেশ  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ,১১৩  পটুয়াখালী -৩   ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে  আলোচনা,, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এর সমন্বয়ে সারাদেশে জেলা ভিওিক সাম্য ও মানবিক  সমাজ বিনির্মানের লক্ষ্যে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা তাদের ’ ঐক্য কামনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন কাজ করবেন  বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

কোনো দলের ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সে দলের সাংগঠনিক কার্যক্রম চলতে পারে না। যদি ত্যাগীদের বাদ দিয়ে দল পরিচালনা করা হয়, তাহলে সে দল ভঙ্গুর দল হিসেবে পরিচিতি পায়। যারা এমন রাজনীতির আবির্ভাব করেছেন তাদেরকে সকর্ত হওয়ার আহবান জানাই। দীর্ঘদিন যাবৎ গলাচিপা ও দশমিনা    উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির

 আগামী সংসদ নির্বাচনের পূর্বেই সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য মাধ্যমে সাংগঠনিক ভীত আরো মজবুত করে জাতীয় নির্বাচনে ,,  প্রতীকের বিজয় নিশ্চিত করবে নেতাকর্মীরা,গলাচিপা ও দশমিনা জনগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page