৪শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ প্যানেল মেয়র পিন্টুর
রাজশাহীর বাঘা উপজেলায় নিম্ম আয়ের ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। শনিবার (৩ জুলাই) বাঘা উপজেলা আওয়ামীলীগ স্থায়ী কার্যালয়ে ছাত্রলীগ,যুবলীগ এর নেতা-কর্মী দের সহযোগিতায় ৪শতটি পরিবারের জন্য চাল,ডাল আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন এই নেতা।
বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বাঘা রিপোটার্স ক্লাব এর সাংবাদিক কে বলেন,বাঘা-চারঘাটের উন্নয়নের রুপকার, গণমানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি মহোদয়ের নির্দেশে বাঘা পৌরসভার সকল চা-দোকানদার, নাপিত ও ঋষি সম্প্রদায়ের মধ্যে এই চলমান এই কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই করোনাকালীন সময়ে কঠোর বিধিনিষেধের মধ্যে জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে ৪শতটি পরিবারের মাঝে চাল,ডাল ও আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করি। উপজেলার বিত্তবানদের এলাকার গরীব,নিম্ম আয়ের মানুষদের নিজ নিজ অবস্থান হতে সাহায্য করার জন্য অনুরোধ করেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।