পাহাড় ধসের ঝুঁকিতে দুই শতাধিক পরিবার।
পাহাড় ধসের ঝুঁকিতে দুই শতাধিক পরিবার।
খাগড়াছড়ি জেলা সদরে দুই শতাধিক পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। নির্বিচারে পাহাড় কেটে ঘর তৈরি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য জরুরি মুহুর্তে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রেখেছে।
সরেজমিনে খাগড়াছড়ি জেলা সদরের বৃহত্তর শালবন এলাকায় জয়নগর, এডিসি হিলসহ কুমিল্লা টিলা, সবুজবাগ এলাকায় দেখা যায় বহু পরিবার পাহাড় কেটে বাড়ি নির্মাণ করেছে। মূলত এই পরিবারগুলোই পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি জেলায় পাহাড় কাটার বিষয়ে দেখভাল করার যথাযথ কর্তৃপক্ষ না থাকায় অবৈধভাবে পাহাড় কাটা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, খাগড়াছড়ি পৌরসভা এলাকার অভ্যন্তরে ৯০ পরিবার অত্যাধিক এবং ১৩০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। যদি বেশি বৃষ্টিপাত হয়, তাহলে তাদের জন্য ৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আসলে দুর্গতদের সহায়তা করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category