কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০।
নিজস্ব প্রতিনিধি
কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে রাতের আঁধারে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গুলি ও ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে,বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। আহত ৭ জন নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ও চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থকদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিবদমান অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আ.লীগ নেতা গণির লোকজন প্রথমে চরএলাহী বাজারে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে চেয়ারম্যান রাজ্জাকের কয়েকজন অনুসারীকে বেধড়ক মারধর করে চরএলাহী বাজারে অবস্থান নিতে চেষ্টা করে। পরে রাজ্জাকের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে গণির অনুসারীদের ওপর পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছরড়া গুলি ও ককটেল ছোঁড়ার ঘটনা ঘটে। এসময় ককটেল ও গুলির শব্দ পাওয়া যায়।
চরএলাহী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী এবং চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো: সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category