মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বৃহস্পতিবার পাঁচবিবি থানা এলাকা হইতে গাঁজার কাঁচা গাছ যাহার ওজন ৪৪ কেজি সহ একজনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলার (ডিবি) পুলিশ।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোপালপুর বাজার এলাকায় ০১-০৭-২০২১ খ্রিঃ বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ ফারুক হোসেন এবং তার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় কদমপাড়া গ্রামের একটি চাষের জমিতে অনেক দিন যাবৎ শ্রী আরঞ্জন খালকো নামে একজন গাঁজার গাছের চাষবাদ করিতেছে এবং বর্তমানে সেই ব্যক্তি গাঁজার গাছের পরিচর্যা করছে। এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে ডিবি পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আটক করে। গাঁজার গাছটি উদ্ধার পূর্বক শ্রী আরঞ্জন খালকো(৪০), পিতা- শ্রী শাকলু খালকো। আসামিকে গ্রেফতার করা হয়েছে।