ধনবাড়ীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর চেক বিতরণ ও আলোচনা সভা
সৈঃ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী, টাঙ্গাইল ঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ (মেট্টো প্রজেক্ট) শাখা থেকে ১০ জুন ২০২১ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ধনবাড়ী ব্রাঞ্চ অফিসে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেকটি ধনবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আঃ রউফ রব্বানী এর নিকট হতে গ্রহন করেন- “বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালুর ছেলে ফুড ইন্সপেক্টর সোহেল রানা”। তিনি ১০ বছর মেয়াদী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি ডি.পি.এস. করেন। এটি পাঁচ কিস্তির বীমা। প্রতি ০২ বছর পর পর তিনি এস.বি’র টাকা পাবেন এই মর্মে বীমাটি চালু করেন। ০২ বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রথম ধাপ বীমা অংকের ১০% টাকার চেক হস্তান্তর করা হলো।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জেব-উন-নাহার, মহিলা ভাইচ চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ধনবাড়ী। আরোও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ম্যানেজার জাহিদুল আলম রনি, ইউনিট ম্যানেজার আসমাউল হোসনা, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মুহা. নজরুল ইসলাম, শায়লা আক্তার, পূরবী আক্তার, রোমানা আক্তার, উম্মে হাবিবা, উর্মি আক্তার, শিখা আক্তার, শিলা আক্তার, লিপি আক্তার আশরাফুল আলম, মোঃ আবু জাফর ভোলা, মোঃ আশিক লোমান প্রমূখ। শিক্ষা বীমা, পেনশন বীমা, একক বীমা, শিশু উন্নয়ন বীমা, স্বাস্থ্যবীমা, দেন মোহর বীমা, হজ্ব বীমা, ডিপিএস সহ বিভিন্ন বীমা নিয়ে আলোচনা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।